Sylhet Today 24 PRINT

তাহিরপুরে হলহলিয়া রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া (দুর্গ) রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এই কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট ও চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহর আলী, স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, উপজেলার প্রাচীনতম লাউড় রাজ্যের দুর্গকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ হিসেবে সরকারিভাবে ঘোষণার পাশাপাশি এর খনন ও অনুসন্ধান কাজের উদ্বোধনের ফলে হাওরাঞ্চলে প্রত্নতত্ত্ব ও পর্যটনের সম্ভাবনার ধার আরও একধাপ উন্মোচিত হলো। এর ফলে এখানে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং এই এলাকাটি সর্ব মহলে পরিচিত পাবে।

উল্লেখ্য, হলহলিয়া রাজবাড়ী নিয়ে একাধিক বার সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ও  পিএসসির চেয়ারম্যান ড. সাদিক রাজবাড়িটি রক্ষণাবেক্ষণের উদ্যোগের লক্ষ্যে একাধিকবার হাওলি রাজবাড়ি সরজমিন পরিদর্শনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ পরিদর্শন করে। গত ২৫ সেপ্টেম্বর তাহিরপুরের এ লাউড় রাজ্যকে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংরক্ষিত ঘোষণা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.