Sylhet Today 24 PRINT

ছাতকে নৌপথে চাঁদাবাজি: র‍্যাবের অভিযানে আটক ৪জনকে জেল হাজতে

ছাতক প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে চলন্ত নৌযান থেকে অবৈধ চাঁদাবাজির অভিযোগে র‌্যাব-৯ সুনামগঞ্জ'র এক অভিযানে আটক ৪ জনকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৯জানুয়ারি) দুপুরে আটক হওয়া ৪জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, ছাতক শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে আসাদল্লাহ রায়হান (১৯), পৌরসভার বউলা আবাসিক এলাকার মো.আব্দুস সালামের ছেলে জুনাইদ আহমদ (২০), উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আনিছুর রহমানের ছেলে তাজুল ইসলাম (২৭) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামের মো.সামছু উদ্দিন মিয়ার ছেলে মোজাহিদুল ইসলাম জয় (২০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সুরমা নদীতে দীর্ঘদিন যাবৎ চলন্ত নৌযান থেকে অবৈধ চাদাবাজি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সুনামগঞ্জ শাখার একটি দল বুধবার দিনভর অভিযান চালিয়ে ছড়ারপাড় এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ চাঁদাবাজির ৩৩ হাজার ৮শ’টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় বুধবার রাতে র‌্যাব-৯ উপ-পরিদর্শক মো.ইমদাদুল হক বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.