Sylhet Today 24 PRINT

নতুন বই না পেয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বড়লেখার শাহবাজপুর আইডিয়াল একাডেমি

বড়লেখা প্রতিনিধি  |  ১০ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় বছরের প্রথম দিন বই উৎসবে বই পায়নি শাহবাজপুর আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা। নতুন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত রয়েছে ওই প্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী। এলাকার মুক্তিযোদ্ধাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের বই আটকে দিয়েছে শিক্ষা কার্যালয়। গত বুধবার (৮ জানুয়ারি) পর্যন্ত অনেক চেষ্টা তদবির করেও বই পায়নি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। নতুন বই প্রদানের দাবিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকালে রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে।

এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলো পালন না করার অভিযোগ মুক্তিযোদ্ধাদের।

প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন এলাকায় আইডিয়াল একাডেমি নামে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। ওই বছর ও ২০১৯ সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই সরবরাহ করে উপজেলা শিক্ষা কার্যালয়। কিন্তু এবারের বই উৎসবের আগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের বই আটকে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শিক্ষা কার্যালয়ে অনেক যোগাযোগ করেও বই নিতে পারেননি। এরপর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শিক্ষার্থীরা সকালে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছে।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাহেদ আহমদ বলেন, ‘২৬ ডিসেম্বর বই আনতে গেলে বই দেওয়া হয়নি। জানানো হয়- মুক্তিযোদ্ধারা অভিযোগ দিয়েছেন। এ জন্য আমাদের বই আটকে দেওয়া হয়েছে। এরপর খোঁজ নিয়ে জানতে পারি এলাকার মুক্তিযোদ্ধারা ৩১ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অভিযোগের আগেই বই আটকে দেওয়া হয়। ইউএনও স্যারসহ সবার কাছে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বলেন, ‘এই প্রতিষ্ঠানে বিজয় দিবসসহ কোনো দিবসই পালন করা হয়নি। এটা এলাকাবাসীর অভিযোগ অনেকদিনের। এই প্রতিষ্ঠানের শিক্ষকরাও একটি বিতর্কিত রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। মুক্তিযোদ্ধারা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তাই ইউএনও স্যারের নির্দেশে তাদের বই দেওয়া হয়নি।’

অভিযোগকারী মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন, ‘তারা (শাহবাজপুর আইডিয়াল একাডেমি) ১৬ ডিসেম্বর বিজয় দিবসসহ কোনো জাতীয় দিবসের অনুষ্ঠান পালন করেনি। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দিয়েছি। বই বন্ধ করার বিষয়ে আমরা কিছু জানি না। এটা প্রশাসন সঠিক বলতে পারেন।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বলেন, ‘প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাতীয় কোনো অনুষ্ঠান না করার অভিযোগ এলাকাবাসীর অনেকদিনের। মুক্তিযোদ্ধারা লিখিত অভিযোগ দিয়েছেন। এবার বিজয় দিবসের অনুষ্ঠান করেনি তারা। শিক্ষকরাও বিতর্কিত একটি রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত। এদের পাঠদানের কোনো অনুমতি নাই। তাই লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের বই বন্ধ করে দেওয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.