Sylhet Today 24 PRINT

ছাতকে বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালত, ১০ মামলা

ছাতক প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বকেয়া বিল ও অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে সংযোগ বিচ্ছিন্নকরণসহ বিদ্যুৎ আইনে মামলা রুজ করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিলেট বিদ্যুৎ আদালতের জেলা যুগ্ম ও দায়রা জজ আব্দুল হালিম সরকার।

অভিযানে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে ৬ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন এবং পৃথক ৬টি মামলা রুজু করা হয়। এ ছাড়া অবৈধভাবে বিদ্যুৎ লাইন ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন, লাইন জব্দসহ আরও ৪ জনের বিরুদ্ধে বিদ্যুৎ আইনের ৪০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ছাতক বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লা আল মামুন সরদার, সহকারী প্রকৌশলী আবুল কাসেম মিয়াসহ বিদ্যুৎ বিভাগের লোকজন অভিযানের সঙ্গে ছিলেন।

নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার জানান, সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই যেসব গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করা হয়েছে ওইসব গ্রাহকরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া বিল পরিশোধ করতে পারলে মামলা সংক্রান্ত বিষয়টি অনেকাংশে শিথিল হওয়ার সুযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.