Sylhet Today 24 PRINT

জুড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

জুড়ী প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের জুড়িতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। উক্ত সংঘর্ষে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে ছাত্রলীগের অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২ ঘটিকার দিকে জুড়িতে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২ ঘটিকার দিকে উপজেলা ও কলেজ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে কর্মীদের নিয়ে আসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারণ সম্পাদক গৌতম দাস। কিছুক্ষণ পর  কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয় তার কর্মী সমর্থকদের নিয়ে সেখানে আসেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। তবে এই সংঘর্ষে কেউ মারাত্মক আহত হননি।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক বলেন, কলেজে আমাদের রায়হান নামক এক কর্মীকে তারা মেরেছে। এ নিয়ে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান বলেন, সাবেল,ইকবাল,আদনানের কর্মীরা কলেজে স্যারের সাথে বেয়াদবি করেছে। ছাত্রলীগের কিছু কর্মী প্রতিবাদ করায় তারা আমার কর্মীর উপর হামলা করেছে।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ছাত্রলীগের অফিসের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.