Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৭৪ লাখ টাকা অনুদান পেলেন ১৪৮০ চা শ্রমিক

বড়লেখা প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় ১৬টি বাগানের ১৪৮০ জন চা শ্রমিক অনুদান পেয়েছেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় তাদের ৭৪ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। গত শনিবার সন্ধ্যায় এদের প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। এতে সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সরকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপাধ্যক্ষ একেএম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সরকার গরিবের সরকার। সুখে-দুঃখে সকলের পাশে থাকাই এ সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের আমলেই দেশে গরিবের সংখ্যা কমেছে, দেশ উন্নত হয়েছে। দেশের মানুষ উন্নত জীবনযাপন করতে পারছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.