Sylhet Today 24 PRINT

কুলাউড়ার ‘প্রতারক’ সিপার অবশেষে পুলিশের খাঁচায়

কুলাউড়া প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ায় অর্থ আত্মসাত ও চেক জালিয়াতির হোতা এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাহাত আহমদ সিপারকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৪ জানুয়ারি মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিপার পলাতক ছিলেন। প্রতারণা করে কৌশলে তিনি গাঁ ঢাকা দিয়ে থাকতেন। কিছুদিন পর আবার নতুন কৌশলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার নিতেন।

সিপার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের হাজী সায়েস্তা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন জায়গায় আদম ব্যবসা, আগর ব্যবসার নাম করে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এনপি এন্টারপ্রাইজের নামে প্রতারণামূলকভাবে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত পাঁচটি মামলা হলো- সিলেট কোতায়ালী থানায় জিআর মামলা (নং-১০৬৫/১০), সিআর ৫০/১২, ধারা এনআইএ্যাক্ট ১৩৮, সিআর ৭৫৭/১৫, সিআর ৭৫৪/১৫, ধারা এনআইএ্যাক্ট ১৩৮, সিআর ৫৩০/১৬, ধারা এনআইএ্যাক্ট ১৩৮ এর ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, সিপারের বিরুদ্ধে অনেক মামলা ও প্রতারণার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.