Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ২৫

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২০

সিলেটের বিশ্বনাথে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে ২৫জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ‘সিলেট-সুনামগঞ্জ’ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথ উপজেলাধীন মাহতাবপুর মাছের আড়তের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাহতাবপুর মাছ বাজারের সামনে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন থেকে দু’পক্ষে বিরোধ চলে আসছে। এর এক পক্ষে রয়েছেন মাহতাবপুরের সিএনজি চালিত অটোরিকশা চালক ও শ্রমিক নেতা সবুজ মিয়া, আর অন্য পক্ষে রয়েছেন একই গ্রামের বাসিন্দা অটোরিকশা শ্রমিকদের নেতা আব্বাস আলী। মঙ্গলবার দুপুরে সবুজ মিয়া পক্ষের লোকজন অটোরিকশা মাছ-বাজারে স্ট্যান্ডের সাইনবোর্ড টাঙালে প্রতিপক্ষ আব্বাস আলীর লোকজন এতে বাধা দেন। দু’পক্ষের লোকজনের বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে সবুজ মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (২২), আনসার আলী (৪০), সুজন মিয়া (২০), ছাদিক মিয়া (২০), ছালেক মিয়া (১৮), জুয়েল আহমদ (২০), ফরহাদ মিয়া (১৮), মনসুর আলী (২০), এনায়েত হোসেন (২৫), কবির আহমদ (২৭), আলাধীন (১৭), ইমরান আহমদ (২২), গোলাম আলী (৩০), আবদুস সালাম (২৮), নজির আহমদ (২৪), আবদুল হাফিজ (১৯), আনোয়ার (৩৫), আমিনুর (৩২), মোহাম্মদ আলী (৩২), চমক আলী (২৫), ফারুক মিয়া (২২), রুবেল আহমদ (২৫), সাজ্জাদ মিয়াসহ (২৪) উভয় পক্ষে ২৫জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের লোকজনদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সেখানে শতাধিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.