Sylhet Today 24 PRINT

শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে সিলেটে প্রতিবাদ সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২০

শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ সাংস্কৃতিক মঞ্চ। বুধবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলার সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি লেখক এ কে শেরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, চারণ সাংস্কৃতিক সংঘের সংগঠক নাজিকুল রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সহিদুজ্জামান পাপলু, চারণ সাংস্কৃতিক সংঘের সংগঠক রুবাইয়াত আহমেদ, সাংস্কৃতিক ইউনিয়ন সিলেটের প্রদ্যুত দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়ন মহানগর সংসদের নেতা মনীষা ওয়াহিদ প্রমুখ

বক্তারা বলেন, শরিয়ত বয়াতীকে গ্রেপ্তার করা বাঙালি জাতিসত্তার ওপর আঘাত এবং মুক্তচিন্তাকে বাধাগ্রস্ত করা। সরকার সাম্প্রদায়িক শক্তির সাথে যে আঁতাত করে চলেছে শরিয়ত বয়াতির গ্রেফতারের মাধ্যমে তা আবারো প্রমাণিত হলো। অবিলম্বে বাউল শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

বিক্ষুব্ধ সাংস্কৃতিক মঞ্চের প্রতিবাদ সমাবেশে সংহতি জানান, প্রখ্যাত গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, সাংস্কৃতিক সংগঠন নগরনাট, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.