Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে আটক ১৫

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার কুতুব মার্কেটের সুলতান ষ্টোর ও জৈন্তাপুর স্টেশন বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃতরা সকলেই জুয়ারি বলে জানিয়েছে পুলিশ। তাদের আটকের পর মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমানের নেতৃত্বে চিকনাগুল বাজারের কুতুব মার্কেটের সুলতান ষ্টোর ও জৈন্তাপুর স্টেশন বাজার বিদ্যুৎ অফিসের কাছে অভিযান পরিচালনা করে এ ১৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত মকবুল আলীর ছেলে সেলিম (৩৮) একই গ্রামের মৃত অনু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৬৫), কহাইগড় ২য় খণ্ড গ্রামের আব্দুর রবের ছেলে বাচ্চু মিয়া (২০), মৃত আব্দুল মজিদের ছেলে মকবুল আলী (৭০), মৃত হাছান আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৮), আব্দুল লতিফের ছেলে নুর উদ্দিন (৩০), মৃত ওয়াহাব আলীর ছেলে সেলিম উদ্দিন (৩৫), মৃত আব্দুল খালিকের ছেলে শাহিন আহমদ (৪৫), মৃত কুটি মিয়ার ছেলে আব্দুল মালিক (৬০), পানিছড়া কহাইগড় ১মখন্ড গ্রামের হামিদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৬), মৃত আছাব আলীর ছেলে কালা মিয়া (৪২), মৃত লাল মিয়ার ছেলে মানিক মিয়া (৩৫),মৃত ওয়াহাব আলীর ছেলে জহির আলী (৬৩), জৈন্তাপুর ভিত্রিখেল গ্রামের মৃত মুছন আলীর ছেলে আব্দুর নুর (৫৫), নিজপাট মাহুতহাটি গ্রামের মৃত মদরিস আলীর ছেলে সমছুল ইসলাম রেনু (৫৭)।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ মোবাইল ফোনসহ নগদ ২ হাজার ৪ শত ৩০টাকা উদ্ধার করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, জৈন্তাপুরে আাইন শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে। অটকৃতদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামী রয়েছে, আটককৃতদের বিরোদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.