Sylhet Today 24 PRINT

সিলেটে বিআরটিসি বাস বন্ধের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০২০

সিলেটে বিআরটিসি বাস বন্ধের দাবীতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হকের কাছে এ স্মারকলিপি প্রধান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট পরিবহন সেক্টরকে স্থিতিশীল রাখার স্বার্থে যত্রতত্র ভাবে বিআরটিসি গাড়ী চলাচল বন্ধ করতে হবে। আর নতুন কোনো রুটে বিআরটিসি গাড়ী চালু করা হলে আন্তঃজেলাসহ সিলেট জেলার সব রুটে গাড়ী চলাচল বন্ধ রাখতে বাধ্য হবেন পরিবহন মালিক শ্রমিকরা।

স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন, ক্ষেত্র বিশেষে অনেক রুটে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বিআরটিসি বাস থাকার কারণে তাদের গাড়ি ১০/১২ দিন বন্ধ থাকতে হচ্ছে। এর ফলে  কিস্তিতে ক্রয়কৃত গাড়ির নিয়ম মাফিক কিস্তি পরিশোধ করতে পারছেন না গাড়ির মালিকরা। তাছাড়া বিআরটিসি বাস সড়কের নিয়ম নীতির বাহিরে চলাচল করছে। যা সিলেট জেলার পরিবহনকে অস্থিতিশীল করার নামান্তর।

স্মারকলিপিতে তারা আন্দোলনের হুমকি দিয়ে দাবি জানান, সিলেট পরিবহন সেক্টরকে স্থিতিশীল করতে যত্রতত্র বিআরটিসি গাড়ির চলাচল বন্ধ করা দরকার।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর পলাশ, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন-১৪১৮ এর সভাপতি সেলিম আহমদ ফলিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম, আব্দুল মালিক সেকু, আব্দুর রকিব, জোয়াইফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.