Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

দিরাই প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে ফরহাদ আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯ টায় দিরাই উপজেলার হাতিয়া মোকাম বাড়ি মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ আলমের সহযোগিতায় এ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শামসুল ইসলাম সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম।

শামসুল ইসলাম বলেন, খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আজ মর্যাদার আসনে বসিয়েছে। খেলাধুলা চর্চা থাকলে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দুরে থাকবে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে দেশের প্রতিটি উপজেলায় আন্তর্জাতিক মানের মিনি স্টেডিয়াম নির্মাণ করছে। খেলাধুলা পরস্পর সম্প্রীতি সৃষ্টি করে, হাওর পাড়ের ঐতিহ্যবাহী খেলাধুলার হারানো গৌরব ফিরিয়ে আনতে সবাই কে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, হাতিয়া গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ আলম আজকে যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে তা প্রশংসনীয়। এরকম প্রতিযোগিতা আয়োজনে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। হাওরাঞ্চলের প্রচুর মানুষ প্রবাসে রয়েছেন প্রবাসীদের কষ্টার্জিত টাকা দেশকে সমৃদ্ধ করছে । বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে। প্রবাসীদের প্রতি দেশের মানুষ কৃতজ্ঞ।

হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহেদ হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শাহরিয়ার আহমদ শামীম, আওয়ামী লীগ নেতা নওশাদ মিয়া, দবির আহমদ, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শামসুজ্জামান, যুবলীগ নেতা রিপন আহমদ, শাহ আলম, কৃষক লীগ নেতা ছুফি মিয়া, সমছু মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা হারুনুর রশিদ, যুবনেতা ওমর ফারুক, মেহেদী হাসান সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাত প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.