Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ বিসিক শিল্প নগরী পরিদর্শনে শিল্প সচিব

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ বিসিক শিল্প নগরী পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১ টায় জেলা প্রশাসন ও বিসিকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি শিল্প নগরী পরিদর্শন করে।

পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দেশের অনুন্নত এলাকা গুলোতে ফুড ভ্যালুচিফ স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে জাপানের দাতাসংস্থা জাইকার আলোচনা চলছে।

খাদ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ বিষয়টি থাকবে। ২০১৬ সালের শিল্পনীতিতে কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

পরিদর্শনের আগে তিনি স্থানীয় প্রশাসন, বিসিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ জালাল চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, চট্টগ্রাম বিসিকের আঞ্চলিক পরিচালক বকুল চন্দ্র নাথ।

এছাড়া সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.