Sylhet Today 24 PRINT

সুরমা গেইট থেকে ভারতীয় চকলেটের চালানসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০২০

সিলেটের সুরমা গেইট বাইপাস এলাকা থেকে অবৈধ ভারতীয় চকলেটের চালানসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে শুক্রবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেজর শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান এবং এএসপি মো. আনোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন এলাকায় অবৈধ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি সিলেটের শাহপরাণ এলাকার সুরমা গেইট বাইপাসের সিএনজি স্ট্যান্ডের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩৫ হাজার ৩১৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট ও বহনকারী মিনি পিকআপসহ ২ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা- আলামিন (১৯), পিতা- আব্দুল মান্নান, সাং- নোয়ামাটি, থানা- জৈন্তাপুর, জেলা-সিলেট ও ফারজুল (১৮), পিতা- মো. ইলিয়াস মিয়া, সাং- গাডোরছুটি, থানা-জৈন্তা, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে এসএমপির শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.