Sylhet Today 24 PRINT

প্রবাসীদের অর্থায়নে আলোকিত হচ্ছে বিশ্বনাথের সাবাজপুর গ্রাম

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০২০

‘সড়ক বাতি’ স্থাপনের মাধ্যমে সিলেটের বিশ্বনাথের সাবাজপুর গ্রামকে আলোকিত করা হচ্ছে। গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ও এলাকাবাসীর সহযোগিতা ও যুবসমাজের উদ্যোগে গ্রামের প্রধান সড়কের এক কিলোমিটার এলাকা জুড়ে ‘সড়ক বাতি’ স্থাপন করা হচ্ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা আনুষ্ঠানিকভাবে ‘সড়ক বাতি’ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গ্রামবাসীকে নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী হাজী তৌরিছ আলী ও আলহাজ্ব ইসরাইল আলী হেলথ সেন্টারের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ইয়াওর আলী রুনু মিয়া।

গ্রামের প্রবীণ মুরব্বী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী সমছু মিয়ার সভাপতিত্বে ‘সড়ক বাতি’ স্থাপনের উদ্বোধনী আলোচনা সভা ও দোয়া মাহফিলে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক মাষ্টার।

এসময় মুরুব্বি শুকুর আলী, হেলাল আহমদ, আব্দুল্লাহ, কাছা মিয়া, আজেফর আলী, আলফু মিয়া, সফর আলী, মিন্টু মিয়া, গণি মিয়া, কাপ্তান মিয়া, মাসুক আলী, দিলু মিয়া, মো. চাঁন মিয়াসহ সাবাজপুর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিতি ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.