Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুল ছাত্রী

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গায় এক দিনে দুইটি বাল্য বিয়ে বন্ধ করলো পুলিশ। পুলিশ আসার খবরে একটি বিবাহ অনুষ্ঠান হতে বর পালিয়ে যায় এবং অপরটিতে বর যাত্রীরা মধ্য রাস্তা হতে চলে যায়। দু'জনই কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (২৪ জানুয়ারি) পৃথক ভাবে ঘটনাটি ঘটেছে রহিমুপর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে।

কমলগঞ্জ থানার এএসআই ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিট অফিসার আব্দুল হামিদ ও তোফায়েল আহমেদ জানান, শুক্রবার উপজেলার রহিমপুর ইউনিয়নে কালেঙ্গা গ্রামে খলিল মিয়ার মেয়ে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী  রিতা বেগম (১৪) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী আখলিমা বেগম (১৫) একই দিনে বিয়ের আয়োজন করে। বাল্য বিয়ের এই খবরে এলাকাবাসীর মাধ্যমে কমলগঞ্জ থানায় আসলে থানার ওসির নির্দেশে দুই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন। তখন বিয়ে বাড়িতে বরপক্ষ ছিল না। পুলিশ আসার খবর পেয়েই উভয় বাড়ি হতে বর যাত্রীরা দ্রুত সরে পড়েন। বাল্য বিয়ে থেকে রক্ষা পায় দুই স্কুল ছাত্রী।

পূর্ণ বয়স না হলে বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর দেন অভিভাবকরা।

রহিমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বাল্য বিয়ে বন্ধের বিষয়টি স্বীকার করে। তবে এলাকাবাসী জানান, কালেঙ্গা গ্রামে বিগত সময়ে প্রায় ১৫টি বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ হয়েছে। আগামীতে তা অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.