Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ৫ দিনের ব্যবধানে দুই বাড়িতে ডাকাতি, রাত জেগে পাহারা

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০২০

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে বুরহানপুর গ্রামে চলতি সপ্তাহে ৫ দিনের ব্যবধানে পরপর দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এরকম পরিস্থিতিতে এলাকার উচ্চবিত্ত থেকে নিয়ে নিম্নবিত্ত জনসাধারণ সবাই উদ্বিগ্ন আর ডাকাতদের ভয়ে বারহালে মানুষ রাত জেগে নিজেরা পাহারা দিচ্ছেন।

১৮ জানুয়ারি বুরহানপুর গ্রামের আব্দুল খালিকের বাড়িতে এবং ২২ জানুয়ারি একই গ্রামের ফয়ছল আহমদের (ফছন) বাড়িতে ডাকাত দল হানা দেয়। এতে নগদ প্রায় ৬লাখ টাকা, কয়েক ভরী সোনা ও কয়েকটি স্মার্টফোন নিয়ে যায় ডাকাত দল।

প্রথম ঘটনায় মামলা হলেও পরের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, আব্দুল খালিকের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে। তারা ডাকাতির কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে তবে এখনো কোনো মালামাল উদ্ধার হয়নি। ফয়সল আহমদের বাড়ির ঘটনাটি চুরির ডাকাতির নয়।

বারহাল ইউনিয়ন থেকে জকিগঞ্জ থানা বেশ দূর হওয়াতে এবং তীব্র শীতে পুলিশ টহল পর্যাপ্ত না থাকায় ডাকাতরা এমন দুঃসাহস দেখাচ্ছে বলে এলাকার বিভিন্নজন মন্তব্য করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.