Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরি যুব ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতি তেতইগাঁও শাখার উদ্যোগে ৮দিন ব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে ১৪তম আন্তঃ মণিপুরি যুব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ।

শিক্ষক ভুবন মোহন সিংহের সভাপতিত্বে ও শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা  মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. স্বপন কুমার সিংহ, সহকারী কমিশনার (কাস্টমস) রবীন্দ্র কুমার সিংহ, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ব্রজেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, মণিপুরি সমাজ  কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন  সিংহ, সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ প্রমুখ।

সমাপনী খেলা ফুটবল প্রতিযোগিতায় ঘোড়ামারা মণিপুরি ফুটবল দলকে দুই শূন্য গোলে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.