Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দুই চোরাকারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০২০

আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়ির চালানসহ সুনামগঞ্জে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালত জেলা কারাগারে পাঠিয়েছেন।

আটককৃতরা হলেন- সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোহাম্মদ আলী ও একই গ্রামের আবদুর রশীদের ছেলে দেলোয়ার হোসেন।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে বিওপি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন নামে ওই দুই চোরাকারবারিকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালানসহ আটক করে।

এরপর বিজিবি টহল দল তাদের হেফাজত থেকে ১৫ হাজার শলাকা নাসির বিড়ি ৬ হাজার ৯’শ শলাকা জীবন বিড়ি ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে শনিবার রাতেই বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.