Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০২০

সিলেটের জকিগঞ্জে দু’দিনব্যাপী ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্পের প্রথম দিন শেষ হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১৫’শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প উপজেলার সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্ট।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান ও সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, এই সংগঠন যুক্তরাজ্য থেকে এলাকার মানুষের টানে প্রতিবছর নানা ধরণের কাজ করে আসছে। এই মেডিকেল ক্যাম্পে সকল ধরণের চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এতে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, থানার ওসি মীর আব্দুন নাসের, হাফসা মজুমদার মজিলা কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, শাবিপ্রবির শিক্ষিকা রাজিয়া সুলতানা, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, জকিগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. খালেদ আহমদ, সাংবাদিক এম এ মালেক, সংগঠনের সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী, জকিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী একলিম, ডা. আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আফতাব উদ্দিন, মারুফ মেম্বার।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মারজান আহমদ, জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালের ডা. জান্নাত হাবিবা রিপা, ডা. তাহমিনা জাহান লিজা, ডা. আখলাকুর রহমান, ডা. জাহিদুল ইসলাম, ডা. আসিফ সারওয়ার, ডা. আশরাফুল হাসিব এ চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়া সন্ধানীর ১২ সদস্যের প্রতিনিধিরা রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আগামী ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের বারহাল ইউনিয়ন কমপ্লেক্সে আরেকটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.