Sylhet Today 24 PRINT

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪শ টাকা নির্ধারণ করতে হবে

হবিগঞ্জে গোলটেবিল বৈঠকে বক্তারা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০২০

যে শ্রমিকের শ্রমে-ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তাদের জীবনকে দারিদ্রের চক্রে আবদ্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ৯৫ শতাংশ মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হলে চা শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের বিকল্প নেই। তাই দেশের সামগ্রিক অর্থনীতি বিকাশের স্বার্থে মানবিক জীবন যাপনের প্রয়োজনে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৪শত টাকা নির্ধারণ সহ ৭ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।

রবিবার বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।

চা শ্রমিক নেতা প্রনব বাগতি’র সভাপতিত্বে এবং জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান আলোচক ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব বুলবুল। বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাবেক ইউ.পি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট সংগীতশিল্পী, অবসরপ্রাপ্ত শিক্ষক ভূপিকা রঞ্জন দাশ, তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সুজনের জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী, এডভোকেট রনধীর দাশ, এডভোকেট জিলু মিয়া।

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উদীচী জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, বিশিষ্ট সাহিত্যিক নাট্যকর্মী সিদ্দিকী হারুন, বাপা হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খা, প্রভাষক সরওয়ার পরাগ, বাসদ চুনারুঘাট উপজেলার আহবায়ক আব্দুল কদ্দুছ মজুমদার, সদস্য সচিব মজিবুর রহমান ফরিদ, মানতি কালিন্দী, কনকলতা রাজবংশী, মানিক দাস পাইনকা, বীরেন কালিন্দী, বিপ্লব মাদ্রাজী পাশী, এড. আবুল হাসান, তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, ক্রীড়া সংগঠক হুমায়ুন খান, শ্রমিক নেতা হাজী অনু মিয়া, চৌধুরী মহিবুন্নুর ইমরান, শফিকুল ইসলাম, ডাঃ সুনীল রায়, রাহাত আহমেদ, মুরাদ চৌধুরী।

বৈঠকের শুরুতেই ৭ দফা দাবী সম্বলিত ধারণাপত্র উত্থাপন করেন চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার।  

বক্তারা গোলটেবিল বৈঠকে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উত্থাপিত ৭ দফা দাবীর সমর্থনে যৌক্তিকতা তুলে ধরেন এবং বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.