Sylhet Today 24 PRINT

সিলেটে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০২০

সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১টা ১০ মিনিটের সময় এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটেরই গোয়াইনঘাট।

এ ভূমিকম্পের ফলে নগরীর জিন্দাবাজার এলাকার একটি ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.