Sylhet Today 24 PRINT

এবার বিছনাকান্দিতে অভিযান, পাথর উত্তোলনের ২ কোটি টাকার অবৈধ সরঞ্জাম ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০২০

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারীতে পাথর উত্তোলনে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করার বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিছনাকান্দি কোয়ারী হতে ১৫টি শেলু মেশিন, ৬টি বোমা মেশিনসহ যান্ত্রিক পদ্ধতির ২কোটি টাকার ইকুপম্যান্ট ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মো. নাজমুস সাকিব জানান, বিছনাকান্দি পাথর কোয়ারীতে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রক্রিয়ায় যুক্ত শেলু ও বোমা মেশিন চালানোর অপরাধে এ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অবৈধ যে কোন কর্মকাণ্ড বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।

অভিযান পরিচালনা কালে কোয়ারী এলাকায় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.