Sylhet Today 24 PRINT

রাস্তায় অনিয়ম : বড়লেখায় ১৩ যানবাহনকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি যানবাহনকে ৪ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে। যত্রতত্র অবৈধভাবে গাড়ি পার্কিং করা, চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ জরিমানা করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টা থেকে একটা পর্যন্ত পৌর শহরে হাজীগঞ্জ বাজারের মধ্যবাজার থেকে ডাকবাংলো এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।

নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বলেন, ‘অবৈধভাবে গাড়ি পার্কিং করা, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৩টি যানবাহনে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.