Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক ও ছাত্র ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিক ও ছাত্র ছাত্রীদের মধ্যে এ শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, মাদক একটি পরিবার সমাজ, দেশ,রাষ্ট্রের জন্য ক্ষতিকর। একটি পরিবারে একজন মাদকসেবী থাকলে পুরো পরিবারের জন্য যন্ত্রণা বয়ে আনে। কোন ছাত্র ছাত্রী এখন মাদক গ্রহণ করলে সে সরকারি চাকরীতে প্রবেশ করতে পারবেনা। পরীক্ষায় কারো শরীরে মাদকের উপাদান পাওয়া গেলে তাকেও পুলিশ বিভাগ থেকে চাকরীচ্যুত করা হচ্ছে।

তিনি বলেন, এখন লেখাপড়া করে অনেক চা শ্রমিক সন্তান সরকারি চাকুরিতে প্রবেশ করতে পারছে। তাই মাদক ছেড়ে চা শ্রমিক সন্তানদের লেখাপড়া করানোর প্রতি জোর দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান আব্দুল মোতালেব মতিন, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন, সাংবাদিক আইয়ূব খান, ইউপি সদস্য সাইমুন মরমু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.