Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওর থেকে তিন লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ

তাহিরপুর প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২০

রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর হতে প্রায় তিন লক্ষাধিক টাকা মুল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর হতে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে অভিযানে চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহালে বেশ কয়েকজন জেলে মঙ্গলবার সকাল হতে কারেন্ট জাল, কোনা জাল, প্লাষ্টিকের ছাই দ্বারা মাছ ধরতে নামে। খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের লেইচ্ছা মারা. তেকুনিয়া, আলমদুয়ার জলমহালে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল, কয়েকটি বিশাল আকৃতির কোনাজাল,কয়েক শতাধিক প্লাষ্টিকের ছাই ও একটি কাঠের তৈরী মাছ ধরার নৌকা জব্দ করেন।

পরে সন্ধায় এসব জব্দকৃত জাল, ছাই ও নৌকা টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে পুলিশ সদস্য, কমিউনিটি গার্ডসহ হাওর তীরবর্তী গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.