Sylhet Today 24 PRINT

সিলেটের নেতাদের নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিলেট-ঢাকা চারলেন মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ জানুয়ারী, ২০২০

সিলেট-ঢাকা মহাসড়ককে চারলেনে উন্নীতকরণ বিষয়ে সিলেটের সাংসদ, রাজনৈতািক নেতা ও পেশাজীবী নেতাদের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।

বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্ণিকরণ কাজে অর্থায়ন করবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এডিবির প্রতিনিধি দল বাংলাদেশে এসে কাজ শুরুর ব্যাপারে প্রকৌশলীদের সাথে কথা বলবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ দ্রুত এই কাজ শুরুর দাবি জানান।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মো. মনসুর আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, স্বাচিপ নেতা ডা. রবিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.