Sylhet Today 24 PRINT

শহীদ তালেবের স্মৃতি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে : কাউন্সিলর আজাদ

দিরাই প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আজাদুর রহমান আজাদ বলেছেন, দেশের জন্য প্রাণদানকারী সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদ তালেব উদ্দিনের স্মৃতি ধরে রাখতে সবাই এগিয়ে আসতে হবে।

তিনি দিরাই উপজেলার হাতিয়া গ্রামের কৃতিসন্তান স্বাধীনতা সংগ্রামে শহীদ তালেব উদ্দিনের স্মৃতি ধরে রাখায় আয়োজক সোনালী ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

শনিবার বিকেলে দিরাই উপজেলার হাতিয়া গ্রামের মাঠে শহীদ তালেব স্মৃতি স্মরণে মোকামবাড়ী এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষ্যে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাতিয়া সোনালী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উদ্বোধন করেন শহীদ তালেব উদ্দিনের ভাই সিলেট কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম। হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাফিজ'র সভাপতিত্বে ও দিরাই থানা গ্রুপের সাবেক সভাপতি আখলাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একরার হুসেন, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, হাতিয়া দাখিল মাদ্রসার সুপার সৈয়দ আবু সাঈদ, ইউপি সদস্য সোহেল রানা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল বশর, আওয়ামীলীগ নেতা, সেলিম আহমেদ লিলু, নৌশাদ মিয়া, লেবাছ মিয়া, খেলু মিয়া,রিপন মিয়া,দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহারিয়ার আহমেদ শামীম, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মহিম মিয়া, সাবেক সদস্য রবিউল ইসলাম মান্না।

বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক  শামসুজ্জামান, ওয়ার্ড  যুবলীগের সভাপতি জুয়েল আহমেদ, কৃষকলীগ নেতা সুফি মিয়া, সমসু মিয়া, তাজির উদ্দিন, আব্দুল মুগনীব, সেচ্ছাসেবক লীগ নেতা রোয়েল মিয়া, হারুন রশীদ, শাহ আলম,সোহেল আহমেদ  ওমর ফারুক, একরাম হুসেন, উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম, বস ক্লাবের সভাপতি কামরুল হাসান মিটু, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহেদ হাসান, বেলায়েত হুসেন, আকিকুর রহমান, রায়হান, সোহাগ আহমেদ, আমীন, মুমেদ হুমায়ুন কবীর, আমীর হামজা লিমন, পাবেল মিয়া,এমাদ,আব্দুল্লা সাঈদ, সালমান,নূর জালাল প্রমূখ।

ফাইনাল খেলায় দুরন্ত রাইডার্স কে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোকামবাড়ী রাউডার্স। পরে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.