Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শিক্ষার মানোন্নয়নে জয়া সেনগুপ্তার মতবিনিময়

দিরাই প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় করেছেন দিরাই শাল্লার সংসদ সদস্য জয়া সেনগুপ্তা।

রোববার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফি উল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জয়া সেনগুপ্তা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজদ্দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা।

বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, শিক্ষক নেতা বিশ্বজিৎ চৌধুরী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.