Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৯ (র‌্যাব)। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে জেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‍্যাব-৯ সূত্রে জানা যায়।

আটককৃতের তার নাম আহমেদ সালেহ তাবিব (১৮)। তিনি সুনামগঞ্জ সদরের আরফিন নগর গ্রামের মৃত জাকির হোসেন জেরিনের পুত্র।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৯ (র‌্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলে হয়েছে, র‌্যাব-৯ সিপিএসসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে সদর এলাকায় অভিযান চালিয়ে তাবিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিজ্ঞাপনের ১১টি স্ক্রিনশট, মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

র‍্যাব জানায়, তাবিব দীর্ঘদিন ধরে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। সে কিছু ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনও করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.