Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২১ জন

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

সারাদেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে হবিগঞ্জের নবীগঞ্জে অনুপস্থিত ছিলো ২১ জন পরীক্ষার্থী। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৪ হাজার ২শত ৫৩জন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নবীগঞ্জের ৬টি কেন্দ্রের মোট ১১টি কক্ষে এসএসসি, দাখিল পরীক্ষা শুরু হয়ে কোন ধরনের আপত্তিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা।

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার সকল কেন্দ্রের কার্যক্রম সরজমিনে পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালকে প্রধান করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের এসএসসি পরীক্ষায় নবীগঞ্জের ৩ হাজার ৪৫৫ জন, দাখিল পরীক্ষায় ৭৭০ জন ও ভোকেশনাল পরীক্ষায় ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুপার পাল বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আধাঘন্টা পূর্বেই শিক্ষার্থীরা উপস্থিত হয়। কেন্দ্র গুলোতে সচিবদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২১ জন পরীক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.