Sylhet Today 24 PRINT

বড়লেখায় পরামর্শ কর্মশালা

বড়লেখা প্রতিনিধি  |  ০৫ ফেব্রুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদের গভর্ন্যান্স (পরিচালন) ব্যবস্থা উন্নয়ন কৌশল এবং উপজেলা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন নির্দেশিকা এর খসড়ার উপর পরামর্শ কর্মশালা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষ এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতা করে উপজেলা ইন্টিগ্রেটেড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউআইসিডিপি)। কর্মশালায় ইউআইসিডিপি’র জেলা সমন্বয়ক মো. মোতাসেম বিল্লাহ তারেকের সঞ্চালনায় অতিথি ছিলেন ইউআইসিডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশান বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, ইউআইসিডিপি’র ন্যাশনাল কনসালটেন্ট ও বার্ডের সাবেক মহাপরিচালক এম খায়রুল কবীর এবং জাইকার কনসালটেন্ট সিগা কেই, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধি অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.