Sylhet Today 24 PRINT

মাধবপুরে তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এ বছর তারা আর কোন বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন কেন্দ্র সচিব।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি কেন্দ্র থেকে তাদেরকে নকলসহ হাতেনাতে ধরা হয়।

উপজেলার সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়, দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তারা।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  আয়েশা আক্তার জানান, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে নকল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ওই তিন পরীক্ষার্থী। সকাল ১১টার দিকে একজন ও দুপুর ১২টার দিকে বাকী দুইজনকে নকলসহ ধরেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক। পরে তাদেরকে বহিষ্কার করা হয়।

কেন্দ্র সচিব এনামূল হক জানান, কাগজের মধ্যে লেখা প্রশ্নের উত্তর দেখে দেখে পরীক্ষায় অংশ নিচ্ছিল তারা। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক বিষয়টি দেখতে পেলে তাদেরকে আটক করেন। বহিষ্কার হওয়া ৩ ছাত্রী এ বছর আর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.