Sylhet Today 24 PRINT

দিরাইয়ে স্কুলছাত্রী অপহরণ ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জের দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী তানিয়া আক্তারের খুনিদের গ্রেফতার ও ফাঁিসর দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার লোকজনও অংশগ্রহণ করেন।

দিরাই উপজেলা শহরে অবস্থিত বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ইদন মিয়া, সদস্য অবিরাম তালুকদার, নাজমুল হক পমুখ।
বক্তারা বলেন, গত ৩০ জুলাই বিদ্যালয়ে আসার পথে নাচনি চন্ডিপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে তানিয়া আক্তারকে অপহরণ করে একই গ্রামের ইমান আলীর ছেলে নাইম মিয়া। ১০দিন পর তার লাশ কিশোরগঞ্জের চামড়াবন্দর বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মেয়ের দাদা আব্দুল খালেক বাদী হয়ে দিরাই থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে হত্যার পর খুনের মামলা দায়ের করা হয়। এ ঘটনায় প্রধান আসামী এখনো পলাতক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.