Sylhet Today 24 PRINT

সমাবর্তনসহ ৫ দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পরিষদের আহবায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সৈয়দ কুতুব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাহুল, শফিক, ফয়েজ, জুনায়েদ হাসান, জুনায়েদ (২), রাফি, রকি দেব।

এছাড়া বক্তব্য রাখেন আলা হোসেন, আল আমিন, সোহাগ, ইকবাল, রকি, রাজ, মাসেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি হল- প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন আয়োজন করতে হবে, কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অধিক আদায় করা যাবে না, সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সঙ্কট দূর করতে হবে, কলেজগুলোকে শুধুমাত্র সনদপ্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.