Sylhet Today 24 PRINT

অবসরোত্তর ছুটিতে ডা. নন্দ কিশোর, সিওমেকের উপাধ্যক্ষ ডা. শিশির

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০২০

অবসরোত্তর ছুটিতে গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) উপাধ্যক্ষ ও ইএনটি বিভাগের অধ্যাপক ডা. নন্দ কিশোর সিংহ। তার জায়গায় নতুন উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

গত মঙ্গলবার সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে এই দায়িত্ব দেওয়া হয়।

এতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি ডা. নন্দ কিশোর সিংহের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গণকর্মচারী (অবসর) আইন ১৯৭৪ এর ৪ ধারা মোতাবেক তিনি অবসরোত্তর ছুটিতে গমন করায় স্থানীয়ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার জন্যে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে অনুরোধ করা হইল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.