Sylhet Today 24 PRINT

অসহায় বৃদ্ধার পাশে সুনামগঞ্জের ডিসি আব্দুল আহাদ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলা। সেই শাল্লা উপজেলা থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে দেখা করতে এসেছেন উপজেলার শাল্লা ইউনিয়নের চব্বিশয় গ্রামের ময়েশা বিবি। বয়স ৯৩ বছরের এই অসহায় বৃদ্ধা এসেছেন একটু সাহায্যর জন্য। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে বিষয়টি জানার সাথে সাথে বৃদ্ধা এ মাকে ডেকে নেন অফিসে। বসতে বলেন এবং শুনের বৃদ্ধা মায়ের কষ্টের গল্প।

জানা যায়, বৃদ্ধা ময়েশা বিবির স্বামী খলিল মিয়া মারা গেছেন অনেক আগে। শাল্লার প্রত্যন্ত গ্রাম চব্বিশয় অসহায় এক ছেলে সন্তান নিয়ে তার বসবাস। ছেলে পাথর ভাঙার কাছ করতে গিয়ে পরিবারের উপার্জনক্ষম সেই সদস্যও দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বিছানায়। বয়স বেশি হওয়ায় নিজেরও কাজ করার মতো ক্ষমতা নেই তার। বসবাসের জন্য যে ঘরটি রয়েছে তাতে ছাউনি নষ্ট হয়ে গেছে। রোদ-বৃষ্টিতে পরিবারের সদস্যদের নিয়ে নিতান্তই কষ্টে দিন যাপন করছেন তিনি। বর্তমানে শীতের মধ্যে পরিবার পরিজন নিয়ে ঘরে বসবাস করা সম্ভব হচ্ছে না। রোদ-বৃষ্টি ও তীব্র শীত থেকে রক্ষার জন্য বসতঘরটি মেরামতের আবেদন জেলা প্রশাসকের কাছে।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সাথে সাথে খোঁজ নেন উপজেলা সমাজসেবা কার্যালয়ে। সেখানে তিনি জানতে পারেন বৃদ্ধা ময়েশা বিবি বয়স্ক ভাতা পান। কিন্তু জেলা প্রশাসক বুঝতে পারেন বয়স্ক ভাতার বৃদ্ধা মায়ের সংসার আসলেই চলা দায়। তখন তিনি তাক্ষনিকভাবে পকেট থেকে কিছু টাকা বের করে দেন এবং সেই সাথে কিছু শুকনো খাবার খাইয়ে দেন। পরে জেলা প্রশাসক নিজের ব্যক্তিগত ত্রাণ ভাণ্ডার থেকে প্রদান করেন শীতবস্ত্র। বসতঘরটি সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তার প্রদান করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের কাছে এতো ভালোবাসা পেয়ে কষ্টের মধ্যে হাসি ফুটে উঠে ময়েশার বিবির মুখে। তিনি জেলা প্রশাসকের মাথায় হাত বুলিয়ে দেন এবং তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন বলেও জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমি যখন জানতে পারি শাল্লা থেকে এক বৃদ্ধা মা আমার সাথে দেখা করতে এসেছেন আমি সাথে সাথে উনার সাথে দেখা করি এবং শুকনা খাবার খেতে দেই। তিনি আমার কাছে উনার কষ্টের কথা জানিয়েছেন আমি তাকে আশ্বাস প্রদান করেছি আমি উনার বসত ঘর মেরামত করে দিবো। প্রশাসনের দরজা সবার জন্য খোলা, বর্তমান সরকার দারিদ্র বিমোচনের জন্য সব সময় কাজ করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.