Sylhet Today 24 PRINT

ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চু’র সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

কুলাউড়া প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২০

৫২’র রাষ্ট্রভাষা আন্দোলনে রাজপথে আন্দোলনকারীদের অন্যতম সংগ্রামী মহীয়সী নারী প্রয়াত রওশন আরা বাচ্চু’র প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। শুক্রবার বিকেল ৪টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর শহরের উছলাপাড়াস্থ তাঁর সমাধিস্থলে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুকে স্মরণ করলেও তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রশাসন কিংবা কুলাউড়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের তৎপরতা দেখা যায়নি।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন আহমদ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি বলতেন, ‘ভাষা বাঁচলে দেশ বাঁচবে।’ রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ায় জন্মগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.