Sylhet Today 24 PRINT

সিলেটে সমকাল-বিডিবিও জীববিজ্ঞান উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে শুরু হয়েছে অঞ্চলভিত্তিক জীববিজ্ঞান উৎসবের সিলেট আঞ্চলিক পর্ব। উৎসবের আয়োজক সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সি‌লেট কৃ‌ষি বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য প্র‌ফেসর ড. মো. ম‌তিয়ার রহমান হাওলাদার জাতীয় সঙ্গীতের স‌ঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ক‌রেন। এরপর তি‌নি বেলুন উ‌ড়ি‌য়ে উৎস‌বের উদ্বোধন ঘোষণা ক‌রেন।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে জীব‌বিজ্ঞান অলিম্পিয়াড, আঞ্চ‌লিক ক‌মি‌টি ও সমকা‌লের পতাকা উত্তোলন ক‌রেন যথাক্র‌মে বি‌ডি‌বিও সভাপ‌তি মো. শহীদুর রশীদ ভূইয়া, অলিম্পিয়া‌ডের আঞ্চ‌লিক আহবায়ক প্র‌ফেসর মৃত্যুঞ্জয় কুন্ড ও সমকা‌লের সি‌লেট ব্যু‌রো প্রধান চয়ন চৌধুরী।

এ সময় সি‌লেট কৃ‌ষি বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌ডিন প্র‌ফেসর ড. স্নেহাংশু শেখর চন্দ, প্র‌ফেসর ড. রুহুল আমিন, প্র‌ফেসর ড. সান‌জিদা পার‌ভিন, প্র‌ফেসর ড. র‌‌মেজা খাতুন, রে‌জিস্ট্রার বদরুল ইসলাম শো‌য়েবসহ বি‌ভিন্ন বিভা‌গের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকরা উপ‌স্থিত ছি‌লেন।

এবা‌রের জীব‌বিজ্ঞান অলি‌ম্পিয়া‌ডে সি‌লেট বিভা‌গের চার জেলার বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ৭৯৮ জন শিক্ষার্থী তিন ক্যাটাগরিতে অংশ নি‌চ্ছে। সারা‌দে‌শের ১২টি ভেন্যু‌তে আঞ্চ‌লিক প‌র্বে বিজয়ীরা জাতীয় অলি‌ম্পিয়া‌ডে অংশ নে‌বে। জাতীয় পর্যা‌য়ে চ্যা‌ম্পিয়নরা জাপা‌নে অনু‌ষ্ঠিত আন্তর্জা‌তিক অলি‌ম্পিয়া‌ডে দে‌শের প্র‌তি‌নি‌ধিত্ব কর‌বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.