Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ইজতেমার অনুমতি চেয়ে সাদপন্থিদের অবস্থান কর্মসূচি

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জে জেলা ইজতেমা অনুষ্ঠানের অনুমতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীরা। রোববার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারী স্থানীয় সুলতান মাহমুদপুর সংলগ্ন ঝিল মাঠে ইজতেমা অনুষ্ঠানের অনুমতি ও সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সুরা সদস্য মো. আব্দুল হান্নান, মো. রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী আমির আলী, কাজী মাসুদ রানা, মো. রজব আলী, মো. মাসুম মাহমুদ, হাফেজ আমিন, মোহাম্মদ ইউসুফ, জহিরুল ইসলাম, আব্দুল কদ্দুস, মো. আমিনুল ইসলাম প্রমূখ।

এ ব্যাপারে তাবলীগের সাথী মোঃ রোকন উদ্দিন বলেন- হবিগঞ্জে জেলা ইজতেমা অনুষ্ঠানের অনুমতির জন্য ২২ জানুয়ারী ও ১৮ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছিলাম । অনুমতি না পেয়ে আমরা অবস্থান কর্মসুচী পালন করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.