Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা |  ২৭ ফেব্রুয়ারী, ২০২০

ফেঞ্চুগঞ্জে অনগ্রসর গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, তালাক, বহুবিবাহ ও বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে মানিকোনা স্কুল এন্ড কলেজের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদ হাসান চৌধুরী, এসআই প্রদ্যোৎ রায়, কলেজের ইসলামী বিভাগের অধ্যাপক আব্দুল আহাদ ও বাংলা বিভাগের অধ্যাপক সেলিম উদ্দিন।

বক্তারা বলেন, নারীকে পুরুষের চেয়েও সক্ষম হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দেশে নারী অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমানে সকল ক্ষেত্রে নারীরা সমান সুযোগ পাচ্ছে। নারীর ক্ষমতায়নে উন্নত দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.