Sylhet Today 24 PRINT

সিলেটের ‘তালিকাভুক্ত ডাকাত’ কামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের একাধিক ডাকাতি মামলার আসামী ডাকাত আবুল কাশেম ওরফে ‘গুল্লি কামাল’কে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার শাহগলি এলাকার খিলোগ্রাম গ্রামের মৃত আনু মিয়ার ছেলে। কাশেম তালিকাভুক্ত ডাকাত বলে জানায় পুলিশ।

তালিকাভুক্ত ডাকাতদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ওসমানীনগর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আবুল কাশেম (৪৫) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কাশেম একাদিক মামলার সাজাপ্রাপ্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ওসমানীনগর থানার বুরুঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান মকদ্দুছ আলীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় কাশেম জড়িত মর্মে তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই ঘটনায় রুজুকৃত ডাকাতি মামলায় তাকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান- সাধারণত শীতকালে সিলেটের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল হানা দেওয়ার চেষ্টা করে থাকে। তাই সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে সাম্প্রতিক সময়ে ডাকাতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে কয়েকজন ডাকাত সর্দার পুলিশের সাথে গুলাগুলি করতে গিয়ে নিহত হয়েছে এবং প্রায় প্রতিদিনই কোন না কোন ডাকাত গ্রেপ্তার হচ্ছে। যার ধারাবাহিকতায় তালিকাভুক্ত ডাকাত কাশেম গ্রেপ্তার হয়েছে।

ডাকাতদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.