Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ থেকে উদ্ধার হওয়া ২৫টি তক্ষক খাদিমে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০২০

সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে উদ্ধার হওয়া ২৫টি তক্ষক সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) আদালতের নির্দেশে বনবিভাগ এই তক্ষকগুলো অবমুক্ত করে। এর আগে গত ১ ডিসেম্বর জকিগঞ্জের একটি বাড়ি থেকে ২৮টি তক্ষক উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত তক্ষকগুলো বনবিভাগের মাধ্যমে জাতীয় উদ্যানে অবমুক্ত করার নির্দেশ দেয়।

বনবিভাগের সিলেটের রেঞ্জার ইসলাম উদ্দিন জানান, আদালতের নির্দেশের প্রেক্ষিতে বুধবার সকালে জকিগঞ্জ থানা থেকে তক্ষকগুলো নিয়ে আসা হয়। এরপর বিকেলে খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

তিনি বলেন, পুলিশ ২৮টি তক্ষক উদ্ধার করলেও ৩টি মারা যায়। ফলে আমরা আজ ২৫টি অবমুক্ত করেছি।

এ সংক্রান্ত মামলার বাদী ও জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) পরিতোষ পাল বলেন, গত ১ ডিসেম্বর জকিগঞ্জের মবিনপুরের একটি বাড়ি থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। এ সময় বিলাল আহমদ নামে একজনকে আটকও করে পুলিশ। বিলাল তক্ষক বাড়িতে রেখে লালন-পালন করতেন বলে পুলিশকে জানিয়েছিলেন।

পরে এ ব্যাপারে আদালতে মামলা করলে গত ১২ ডিসেম্বর আদালত তক্ষকগুলো বনবিভাগের মাধ্যমে জাতীয় উদ্যানে অবমুক্তের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.