Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ২০ দলীয় জোটের মিছিল সমাবেশ

হবিগঞ্জের নবীগঞ্জে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

নিউজ ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৫



বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপর মামলা এবং নবীগঞ্জের ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের উপর ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে ও কারাবন্দি যুব ও ছাত্রনেতাদের মুক্তির দাবিতে সোমবার বিকালে এ মিছিল ও সমাবেশ করা হয়।

মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর সাদিকুল হক সাদিক, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, জামায়াত নেতা আব্দুল মুকিত পাঠান, মিজানুর রহমান, বিএনপি নেতা নাসির আহমদ চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, কাউন্সিলর সুন্দর আলী, মোশের্দ আহমদ, আব্দুল আলীম ইয়াসিনী, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, মনর উদ্দিন, সাহেব আলী, মাহমুদ চৌধুরী, জিল্লুর নুর, সফিক আহমদ, যোশেফ বখত চৌধুরী, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আব্দুল বাছিত রাসেল, বেলায়েত হোসেন বেলাল, পিন্টু পুরকায়স্থ, এমদাদুর রহমান লেবু, সাজান চৌধুরী, ফরান আহমদ চৌধুরী ছানু, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, নাজিউর আহমদ চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, সাহেদ আহমদ তালুকদার, জিয়াউর ইসলাম জিয়া, কাউছার আহমদ, হোসাইন আহমদ, আলিমুল ইসলাম, জাকিরুল ইসলাম, আকবর আলী প্রমূখ।

সমাবেশে বক্তারা খালেদা জিয়াসহ নবীগঞ্জের ২০ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীর উপর থেকে মামলা প্রত্যাহার, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউছ, সাবেক যুবদল নেতা কামরুজ্জামান চৌধুরী, ছাত্রনেতা অলিউর রহমান, ছাত্রশিবির নেতা মোজাহিদুল ইসলাম ও আল আমীনকে অনতিবিলম্বে নিঃর্শত মুক্তি দাবী করেন। অন্যতায় নবীগঞ্জে কঠোর কর্মসুচী ঘোষনারও হুমকী দেন নেতৃবৃন্দ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.