Sylhet Today 24 PRINT

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাধবপুর প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২০

‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়ন আনবে গতি’ এই শ্লোগান নিয়ে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া দেখানো হয়।

শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.