Sylhet Today 24 PRINT

কিশোরী মোহন বিদ্যালয়ে ফ্রি হার্ট স্ক্রিনিং ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০২০

মুজিববর্ষ পালনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি হার্ট স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের একদল দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে ও আল হারামাইন হাসপাতালের সহযোগিতায় ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

ফ্রি হার্ট স্ক্রিনিংয়ের মাধ্যমে ৭ শতাধিক ছাত্রীর জন্মগত হৃদরোগ আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় করণীয়, সাধারণ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাত্রীদের অবহিত করেন।

ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস সদস্য ফৌজিয়া মাহমুদের নেতৃত্বে ও সদস্য শাহারুল কিবরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফ্রি হার্ট স্ক্রিনিং ক্যাম্পিংয়ে অংশ নেন ডা. সাবের আহমদ, ডা. আহমদ নাফি, ডা. তাসনিম, ডা. কায়সার খোকন, ডা বিদ্রুম পুরকায়স্থ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.