Sylhet Today 24 PRINT

বড়লেখায় হোম কোয়ারেন্টাইনে ৭ জন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় বিদেশ ফেরত ৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে ১৪ দিনের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যায়। এই ৭ ব্যক্তির সকলেই বড়লেখার বাসিন্দা। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদারকি করছে। এতে সার্বিক সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ মার্চ) ২ জনকে ও সোমবার (১৬ মার্চ) নতুন করে আরও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা এই ৭ ব্যক্তির কেউ ইতালি, কেউ ফ্রান্স আবার কেউ যুক্তরাজ্য থেকে এসেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদ্বীপ বিশ্বাস সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় বলেন, ‘আমরা প্রবাস ফেরত ৭জনের খোঁজ পেয়েছি। তাদের ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের করোনার কোনো লক্ষণ বা উপসর্গ নেই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রবাস ফেরত কেউ আসলে দ্রুত স্বাস্থ্য বিভাগে জানানোর আহবান করছি সবার কাছে। প্রবাসীরা যাতে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকেন। এটা খুব জরুরী। ভীত না হয়ে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি আমরা। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলা খুবই প্রয়োজন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.