Sylhet Today 24 PRINT

৫ বছর পর জুড়ী যুবদলের কমিটি

জুড়ী প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২০

দীর্ঘ ১৫ বছর পর  জুড়ী উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।এম এ মোহিত শিপলুকে আহবায়ক ও হাজী নিপার রেজাকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল ও সাধারন সম্পাদক এম এ মোহিত।

যুবদল সূত্রে জানা যায়, ২০০৫ সালে জুড়ী উপজেলা যুবদলের প্রথম কমিটি গঠন  করা হয়।সে কমিটিতে হাবিবুর রহমান আছকরকে আহবায়ক ও এম এ মোহিত শিপলুকে সিনিয়র আহবায়ক করে ১ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।তারপর দীর্ঘ ১৫ বছরে কমিটি না হওয়ায় ঝিমিয়ে পড়ে কার্যক্রম।সর্বশেষ গত ১১ মার্চ কমিটি গঠনের লক্ষ্যে জুড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুর রহমান সরকার।কর্মী সভা শেষে মৌখিক ভাবে ১০ সদস্যের কমিটি ঘোষণা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এম এ মোহিত।

এরপর ৬ দিন অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে যুগ্ম আহবায়ক করা হয়েছে ইমতিয়াজ গফুর, ফয়সল আহমদ, শাহিন আহমদ, আসাদুজ্জামান মোবারক, সোলেমান আহমদকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.