Sylhet Today 24 PRINT

সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০২০

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ‘সাদা পাথর’ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক।

বুধবার (১৮ মার্চ) ভোর ৬টায় মহাসড়কের পাড়ুয়া পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত অটোরিকশা চালক মতিন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়িদেও গ্রামের নূর উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, বুধবার ভোর ৬টার দিকে পাড়ুয়া এলাকায় সাদা পাথর পরিবহনের একটি বেপরোয়া বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক মতিন মিয়াকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় লোকজন ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য এসে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি উপজেলার তেলিখালে ‘সাদা পাথর’ পরিবহনের বেপরোয়া একটি বাসের চাপায় এক বৃদ্ধ প্রাণ হারান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.