Sylhet Today 24 PRINT

যুবলীগ নেতা গ্রেপ্তার: মেজরটিলায় মধ্যরাতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০২০

সিলেটের শাহপরানে আমির আলী নামক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার মধ্যরাতে তারা সড়ক অবরোধ করে আমির আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাকে মুক্তির দাবি জানান।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে এসএমপির শাহপরান থানা পুলিশ একটি মারামারির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় শাহপরান থানার পূর্ব বাটপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আমির আলীকে গ্রেপ্তার করে।

শাহপরান থানার এসআই সুহেল আহমদ জানান, আমির আলী মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মঙ্গলবার রাত ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার কারণে তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে মেজরটিলায় রাত ১টা থেকে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছে। আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে যায়।

এদিকে রাতে ৩ ঘন্টা পর্যন্ত মেজরটিলায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ থাকায় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে এসব যানে আটকে পড়া মানুষদের দুর্ভোগ পোহাতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.